নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ছোট আলীপুর গ্রামে জমির আইল কাটা নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলা সহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে ছোট আলীপুর গ্রামে সাবেক মেম্বার সোনাই মিয়া তার জমিতে আইল কাটতে যান। এসময় পাশের জমির মালিক তাহিদ মিয়া অতিরিক্ত আইল কাটার অভিযোগ তুলে বাধা প্রদান করেন। এনিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে দুইপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
Leave a Reply