নবীগঞ্জ প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নবীগঞ্জের পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের কাজির বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৯টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। ভোটকেন্দ্রে নিরাপত্তার জন্যে ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ মো সামছুউদ্দীনের নেতৃত্বে একদল পুলিশে ভোটকেন্দ্রে সার্বক্ষণিক উপস্থিত ছিল।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন পূর্ব বড় ভাকৈর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো আশিক মিয়া। সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন খছরু চৌধুরী, ফয়ছল আহমদ ও মোস্তফা মিয়া।
নির্বাচনে সভাপতি পদে আনোয়ার হোসেন, সহ সভাপতি পদে আকিব উদ্দিন, সাধারণ সম্পাদক পদ ফুল মিয়া,
সাংগঠনিক সম্পাদক পদে আহমদ রেজা ও কোষাধ্যক্ষ পদে রবিউল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) নিবাচিত হন। নির্বাচন চলাকালে ভোটকেন্দ্র পরিদর্শন করেন হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডা মুশফিক হোসেন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট আবুল ফজল, ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বজলুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট কাজল আহমদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি মো সরওয়ার শিকদার, সাংবাদিক নিয়ামুল করিম অপু, ছনি চৌধুরী প্রমুখ।
Leave a Reply