ওসমানীনগর প্রতিনিধি : সরকারের খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টির যোগানকে এগিয়ে নিতে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাঁক ইউনিয়নের কসবা গ্রামে মজিদ এগ্রো এন্ড ডেইরি ফার্ম যাত্রা শুরু করেছে।
কসবা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মজিদ বকসের নিজের বাড়িতে গড়ে তোলা ফার্মটি উদ্বোধন করলেন, হবিগঞ্জ-১ আসনের সাংসদ মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ গাজী।
শনিবার মজিদ এগ্রো এন্ড ডেইরি ফার্মের উদ্বোধন পর্বে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ গাজী বলেন, দেশের সার্বিক উন্নয়নে সরকারের পাশাপাশি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে প্রবাসীদের। প্রবাসীরা দেশকে এগিয়ে নিচ্ছেন অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে। দেশের মানুষের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাংস ও দুধের চাহিদা মিটাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় পশুসম্পদ উন্নয়নে নানা কার্যক্রম গ্রহণের ফলে প্রবাসীরা এ খাতে বিনিয়োগে এগিয়ে আসছেন। প্রবাসী মজিদ বকসের মতো প্রতি গ্রামে এরকম উদ্যোগ গ্রহণ করা হলে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তির পাশাপাশি দুধ ও মাংসের চাহিদা পূর্ণ হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা আজিজুল হক, ফার্ম চেয়ারম্যান মজিদ বকস, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সাঈদ এওলা, নবীগঞ্জ পৌর যুবলীগের জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব ও সমাজসেবী জাকির আহমদ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
দেশ, জাতি ও মজিদ এগ্রো এন্ড ডেইরি ফার্মের উদ্যোক্তা পরিবারের সার্বিক কল্যাণ ও উন্নতি কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে উদ্বোধন পর্বের সমাপ্তি ঘটে।
Leave a Reply