নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গোপলারবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানা এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক দুই ভাই কাজী মুজাহিদ আলী (৪২) ও নুরহাদ হোসেমকে (৪০) গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা উপজেলার দেবপাড়া ইউনিয়নের উত্তর দেবপাড়া গ্রামের মৃত কাজী আওলাদ হোসেনের ছেলে।
শুক্রবার ভোরে গোপলারবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো শামছউদ্দিন খানের নেতৃত্বে এএসআই আতাউল গনি ও এএসআই মো হান্নান মাহমুদসহ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, কাজী মুজাহিদ আলী দুই মামলায় দেড় বছরের কারাদণ্ড ও এবং ১৮ লাখ ১৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত।
নুরহাদ হোসেন এক বছর তিনমাসের কারাদণ্ড এবং ১০ লাখ ৬৪ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত। তার বিরুদ্ধে আরেকটি সিআর পরোয়ানাও রয়েছে।
গোপলারবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো শামছউদ্দিন খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply