নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পদক উজ্জ্বল সরদার বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা উপ কমিটির সদস্য পদে মনোনীত হয়েছেন।
আওয়ামী লীগের গঠনতন্ত্রের ২৫(৬) ধারা অনুসারে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অনুমোদন সাপেক্ষে গত ৬ মে দলের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা রোকেয়া সুলতানা স্বাক্ষরিত পত্রে উজ্জ্বল সরদারকে এ পদে মনোনয়নের কথা জানানো হয়।
উজ্জ্বল সরদারকে কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা উপ কমিটির সদস্য মনোনীত করায় নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা সেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।
Leave a Reply