নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ ৪২ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
সোমবার রাতে ইনাতগঞ্জের প্রজাতপুর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো, ইনাতগঞ্জ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মধ্যসমত গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে ছালেহ হক, বানিউন গ্রামের মতচ্ছির উল্লার ছেলে শেলু আহমেদ, প্রজাতপুর গ্রামের মৃত ইছমত উল্লার ছেলে সাদ মিয়া, মোস্তফাপুর (পাঠান বাড়ি) গ্রামের সমুজ খানের ছেলে সমশের খান ও জগন্নাথপুর উপজেলার আলীপুর গ্রামের নিতেশ রায়ের ছেলে নিটু রায় মিঠু।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই ধর্মজিৎ সিনহার নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।
Leave a Reply