নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের প্রজাতপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় শাহিন আহমেদ বুসুর (৫০) ও তার মেয়ে ইনাতগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্রী সাঞ্জানা বেগম সাঞ্জু আহত হয়েছে।
গুরুতর আহত অবস্থায় দু’জনকে নবীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শাহিন আহমেদ বুসুর জানান, তার ভাই আয়াছ উদ্দিনের সঙ্গে জায়গাজমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বিরোধ রয়েছে। এর জের ধরে তার চলাচলের রাস্তাও বন্ধ করে দেয় আয়াছ উদ্দিন। ওয়ার্ড মেম্বার বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেও ব্যর্থ হন।
বৃহস্পতিবার দুপুরে আয়াছ উদ্দিন কোন কারণ ছাড়াই শাহিন আহমেদ বুসুরকে গালিগালাজ করে। তিনি এর প্রতিবাদ করলে আয়াছ উদ্দিনের নেতৃত্বে কয়েকজন মিলে তার বসতঘরে ঢুকে তাকে ও তার মেয়েকে মারপিট করা হয়।
তিনি আরো অভিযোগ করেন, আহত অবস্থায় চিকিৎসার জন্যে ইনাতগঞ্জ বাজারে যেতে টমটম গাড়িতে উঠলে সেখানে তাদের উপর আবার হামলা চালানো হয়। ওয়ার্ড মেম্বার আজিম উদ্দিন ও সমাজসেবক জানার আহমেদ হামলাকারীদের কবল থেকে তাদেরকে উদ্ধার করে ডাক্তারের কাছে নিয়ে যান।
ইউপি সদস্য আজিম উদ্দিন ও জানার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এব্যাপারে নবীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
Leave a Reply