নবীগঞ্জ প্রতিনিধি : জনসাধারণের সুবিধার্ধে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি হীরাগঞ্জ বাজারে একটি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে।
শনিবার বিকালে এর উদ্বোধন করলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর হোসেন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন, আউশকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এ আহমদ আজাদ, আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মুরশেদ আহমদ, সাধারণ সম্পাদক জাহান চৌধুরী, কোষাধ্যক্ষ আব্দুর নূর, সাহানূর আলম, সিরাজ মিয়া, যুবলীগ নেতা আব্দুল হামিদ নিকছন, আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন, ইউপি সদস্য খালেদ আহমদ জজ, আব্দুল মুকিত, সিজিল ইসলাম সেজলু, চ্যানেল এস প্রতিনিধি বুলবুল আহমদ, ছাত্রলীগ নেতা তোফায়েল আহমদ, নূরুল হক, আব্দুস সবুর, দুলাল আহমদ, মলিক মিয়া, পাপলু আহমদ প্রমুখ।
উপজেলা চেয়ারম্যান নবীগঞ্জ মাছ বাজার গেলে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে তিনি একটি টিন সেড নির্মাণের জন্য ১ লাখ ৫০ হাজার টাকা, বাজার মসজিদ মেরামতের জন্য ২০ হাজার টাকা ও একটি সৌর বিদ্যুৎ প্রদানের আশ্বাস দেন।
এ সময় আউশকান্দি ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন মাছ বাজারের টিন সেডের জন্য আরো ১ লাখ টাকা প্রদানের আশ্বাস দেন।
Leave a Reply