নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে পিটিসি নোয়াখালী সংযুক্ত আরআরএফ ট্রেনিং সেন্টারে, ট্রেইনি রিক্রুট কনস্টেবল ৬ষ্ঠ ব্যাচের সমাপনী কুচ-কাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
ছয় মাসের কঠোর মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করে এই কুচ-কাওয়াজের মাধ্যমে ২৪৯ জন টিআরসি পুলিশ বাহিনীর নিয়মিত সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হলেন।
সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে কুচ-কাওয়াজে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন, সিলেট রেঞ্জ ডিআইজি কামরুল আহসান বিপিএম। তিনি নবাগত পুলিশ সদস্যদের কর্মজীবনে আরো উদ্দীপ্ত হয়ে দুষ্টের দমন ও শিষ্টের পালন-এই নীতিতে অবিচল থেকে জনসেবায় আত্মনিয়োগ করার আহবান জানান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম, আরআরএফ কমান্ড্যান্ট মাহমুদুর রহমান পিপিএম, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র বিপিএম, এসএমপির অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ, মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমদ পিপিএম, সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম, সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম, হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ বিপিএম-পিপিএম, সিলেট রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার নূরুল ইসলাম, এসএমপির পুলিশ সুপার জাবেদুর রহমান ও পুলিশ সুপার জেদান আল মুসা, কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট কমিশনার গোলাম মো মুনির, এনএসআইর যুগ্ম পরিচালক সরোয়ার হোসেন ও র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম।
Leave a Reply