জুড়ী প্রতিনিধি : জুড়ী থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী অপরাধ দমন করে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, খেটে খাওয়া মানুষের পক্ষে কাজ করতে ও জুড়ীকে মাদকমুক্ত করতে দৃঢ় সংকল্প ঘোষণা করেছেন।
বুধবার সন্ধ্যায় ওসির কার্যালয়ে জুড়ী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি আরো বলেন, পুলিশ ও সাংবাদিকদের পেশাগত দায়িত্বে সমন্বয় থাকলে সাধারণ মানুষ অবশ্যই উপকৃত হবেন। অন্যদিকে পুলিশ ও সাংবাদিকদের সমন্বয়হীনতায় তথ্যবিভ্রাটে ব্যক্তি, সমাজ তথা রাষ্ট্রের যে কোন ক্ষতি হয়ে যেতে পারে।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, জুড়ী থানার ওসি-তদন্ত আমিনুল ইসলাম, দৈনিক মানবজমিন প্রতিনিধি তানজির আহমেদ রাসেল, দৈনিক প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি এ বি এম নূরুল হক, দৈনিক সংগ্রাম প্রতিনিধি এম এম সামছুল ইসলাম, আমার দেশ প্রতিনিধি হারিস মোহাম্মদ, এইবেলা প্রতিনিধি মামুনুর রশিদ, দৈনিক ডেসটিনি প্রতিনিধি মাহবুব আলম রওশন, ভোরের কাগজ প্রতিনিধি সাইফুল ইসলাম সুমন, এটিএন বাংলা ইউকে প্রতিনিধি মিফতাহ আহমেদ রিটন, জুড়ীনিউজ টোয়েন্টিফোর সম্পাদক ইমরানুল ইসলাম, বাংলা টিভি প্রতিনিধি জাকির হোসেন মনির, সকালের সময় প্রতিনিধি মনিরুল ইসলাম, সিলেট মিরর প্রতিনিধি মো হাবিবুর রহমান খান ও রাইজিং বিডির জেলা প্রতিনিধি সাইফুল্লাহ হাসান।
Leave a Reply