বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম সম্মেলনে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতি, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক, সিলেটের কৃতিসন্তান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সভাপতিমণ্ডলীর সদস্য ও অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
আওয়ামী লীগের জেলা সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, এই কমিটি বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে। দেশরত্ন শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে এই কমিটি দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে আরও বেগবান করবে। এই কমিটির মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের মধ্য দিয়ে দেশ ও জাতির আকাঙ্ক্ষা পূরণ হবে।
Leave a Reply