গােয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল ২০১৭-২০১৮ অর্থ বছরের বাজেট ঘোষণা করেছেন।
বুধবার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল। গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মো সালাহ উদ্দিন। তিনি ওয়ার্ড পর্যায়ে প্রকল্প গ্রহণে সকলের অংশ গ্রহণ নিশ্চিতকরণের জানান।
তিনি বলেন, হোল্ডিং টেক্স আদায়ে সকলকে এগিয়ে আসার মাধ্যমে সরকারি রাজস্ব বৃদ্ধিকরণে নিজেদের অংশদারিত্ব বজায় রাখতে হবে।
আলোচনায় অংশগ্রহণ করেন পর্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমদ সিপন, বিশিষ্ট ব্যবসায়ী ফারুক আহমদ, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো নিজাম উদ্দিন, স্বাস্থ্য সহকারী অলক চৌধুরী, প প পরিদর্শক আব্দুল হান্নান, ব্যবসায়ী নিশিকান্ত পাল, ইউপি সদস্য আজির উদ্দিন, ইব্রাহিম আলী, আপ্তাব আলী, রহিম উদ্দিন, রইছ মিয়া, আয়শা বেগম, রহিমা বেগম, দশই বালা প্রমুখ।
Leave a Reply