নিজস্ব প্রতিবেদক : নদী দখল, দূষণ ও ভরাটের প্রতিবাদে সিলেটে জনসচেতনতা শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিভাগীয় কমিশনার কার্যালয়ের উদ্যোগে এবং বিভাগীয় নদী রক্ষা কমিটি ও জাতীয় নদী রক্ষা কমিটির ব্যবস্থাপনায় নদী বাঁচাও মানুষ বাঁচাও দেশ বাঁচাও-এ প্রতিপাদ্য নিয়ে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এতে অংশ নেন, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড মজিবুর রহমান হাওলাদার ও সার্বক্ষণিক সদস্য আলাউদ্দিন, বিভাগীয় কমিশনার ড নাজমানারা খানুম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মৃণাল কান্তি দেব ও জেলা প্রশাসক নুমেরী জামান।
পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
Leave a Reply