ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজা, সিলেট নতুন সদস্য নিচ্ছে।
ইমজার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিলেটে কর্মরত দেশের বিভিন্ন টেলিভিশন ও বেতারের রিপোর্টার ও ক্যামেরাপার্সন সদস্য হতে আবেদন করতে পারবেন।
এজন্যে আগ্রহীদেরকে মহানগরীর জিন্দাবাজারে ব্লু ওয়াটার শপিং সিটির নবম তলায় ইমজা কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ করে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে আবেদনপত্র পূরণ করে কর্মস্থলের নিয়োগপত্র, শিক্ষাগত সনদের ফটোকপি, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও নির্ধারিত ফিসহ জমা দিতে হবে।
এছাড়াও ইমজা সদস্যদের সদস্যপদ আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নবায়নের অনুরোধ জানানো হয়েছে।
যে কোন প্রয়োজনে ইমজার কোষাধ্যক্ষ শফি আহমেদের সঙ্গে ০১৭২৯৭৪০৫১৩ নম্বরে যোগাযোগ করা যাবে।–সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply