সিলেট মহানগরীর একদল যুবককে সমন্বয়ে আর্তমানবতার সেবার লক্ষ্যে উয়েল ফাউন্ডেশন সিলেট নামে একটি নতুন সংগঠন শুক্রবার আত্মপ্রকাশ করেছে।
সংগঠনের উপদেষ্টারা হলেন, বাউল বিরহী কালা মিয়া, এম এ হায়দার ও শাহেদ আহমদ।
উয়েল ফাউন্ডেশন সিলেটের ৮ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে রয়েছেন, আহবায়ক নবীন হোসেন, যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান সুমন, সেলিম চৌধুরী, সুমন আহমদ, আব্দুল কাদির, মোহাম্মদ ইমরান শুক্কুর, সোহেল আহমদ, এনাম মিয়া ও শাকিল আহমদ।
আত্মপ্রকাশের দিনই সিলেট রেলওয়ে স্টেশন, তেররতন, নাইওরপুল, শাহী ঈদগা, আম্বরখানা, চৌহাট্টা পয়েন্ট, রিকাবীবাজার, লামাবাজার ও জিন্দাবাজার এলাকার পথ শিশু, ছিন্নমূল শিশু, দরিদ্র শিশু, বিকলাঙ্গ নারী ও পুরুষ এবং ভিখারীদের মধ্যে খাদ্য ও পানি বিতরণ করা হয়।
Leave a Reply