নিজস্ব প্রতিবেদক : সকল চক্রান্ত-ষড়যন্ত্রের জাল ছিন্নভিন্ন করে মহান মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার নতুন শপথে জাতি মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করছে।
জাতি এই গৌরবোজ্জ্বল দিনে পরম শ্রদ্ধায় স্মরণ করছে স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ত্রিশলাখ বীর শহীদ, সম্ভ্রমহারা দুই লাখ মা-বোন ও বীর মুক্তিযোদ্ধাদের। তাই দিনের শুরুতেই স্মৃতিসৌধ আর শহিদমিনারগুলো ফুলে ফুলে ভরে উঠেছে।
সিলেটেও মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহিদমিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় ক্রমানুসারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে, সিলেট কেন্দ্রীয় শহিদমিনার বাস্তবায়ন পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, বিভাগীয়, জেলা ও পুলিশ প্রশাসন এবং বিভিন্ন সরকারি দফতর। এছাড়া কয়েকটি সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন করেন, বিভাগীয় কমিশনার মেজবাহ উদ্দিন চৌধুরী, পুলিশের উপ মহাপরিদর্শক কামরুল আহসান, মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, পুলিশ সুপার মনিরুজ্জামান, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, মহানগর কমান্ডার ভবতোষ রায় বর্মণ রানা, বাংলাদেশ বেতার সিলেটের আঞ্চলিক পরিচালক ফখরুল আলম, সিলেট কেন্দ্রীয় শহিদমিনার বাস্তবায়ন পরিষদের সদস্য আল আজাদ ও এনামুল মুনীর। সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত পুরো কার্যক্রম পরিচালনা করেন।
হবিগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হচ্ছে।
দিনটি উপলক্ষে মঙ্গলবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।
এরপর জালাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বিভিন্ন বাহিনী ও স্কল-কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে কুচ-কাওয়াজ। এতে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ ও পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা।
এছাড়া সন্ধ্যায় নিমতলায় জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
Leave a Reply