JUST NEWS
CORONA UPDATE IN SYLHET DIVISION ON AUGUST 11 : TILL 8 AM SAMPLE TEST SYLHET 76 SUNAMGANJ 0 MOULVIBAZAR 0 HABIGANJ 0; IDENTIFIED SYLHET 6 SUNAMGANJ 0 MOULVIBAZAR 0 HABIGANJ 0; RATE 07.89; RECOVERY SYLHET 10 SUNAMGANJ 0 MOULVIBAZAR 0 HABIGANJ 0; DEATH SYLHET 1
সংবাদ সংক্ষেপ
১৫ দিনের জমজমাট সিলেট বিভাগীয় বৃক্ষমেলা শেষ হচ্ছে শনিবার আ লীগ ১৩ বছরে দেশকে লুটেপুটে শেষ করে দিয়েছে : কাইয়ুম চৌধুরী সিলেটে ৪৩টি ক্বওমি মাদরাসায় জামায়াতের আর্থিক সহায়তা প্রদান পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন ৩৬ ঘণ্টার সফরে সিলেট আসছেন শুক্রবার জামালগঞ্জের নয়াগাঁও মাদরাসায় জাতীয় শোক দিবসের আলোচনা ও দোয়া শুক্রবার মঞ্চে ‘এবং প্রমিলা’য় একক অভিনয় নিয়ে হাজির হচ্ছেন উর্মি সুনামগঞ্জের পুলিশ সুপারকে ইজিবাইক মালিক শ্রমিকদের সংবর্ধনা নির্মিত হচ্ছে শিশুতোষ চলচ্চিত্র ‘চেতনা’ || সম্পন্ন হয়ে গেছে চিত্রায়ণ জুড়ীতে টি এন খানম কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ অধ্যাপকের সংবর্ধনা বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০০ কৃষক পরিবারের মাঝে কৃষি সামগ্রী বিতরণ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের জেলা কমিটি অনুমোদিত সিলেট আসছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী বাংলাদেশ শ্রীলংকা হবে না : স্পষ্ট জানিয়ে দিলেন পরিকল্পনা মন্ত্রী পদোন্নতিপ্রাপ্ত তিন কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা এসএমপির সিলেট ইন্ডাস্ট্রিয়াল হাব হতে পারে || বিনিয়োগের রয়েছে প্রচুর সম্ভাবনা : বিডা চেয়ারম্যান সিলেটে সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব ৯

নতুন মিউজিক ভিডিওগুলোতে চমক থাকছে ফাহিম ফয়সালের

  • বুধবার, ১৯ অক্টোবর, ২০১৬

নতুন নতুন গানে কণ্ঠ দেওয়া এবং সুর ও সংগীতায়োজনে ব্যস্ত সময় পার করছেন সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাহিম ফয়সাল। মূলত পপ ও রক ঘরানার গান নির্মাণের কাজই বেশি করেন তিনি। সম্প্রতি শ্রোতাদের দীর্ঘ অপেক্ষার পর তার ‘নীলচে আকাশ’ গানটির মিউজিক ভিডিও মুক্তি পায়। গানটি মুক্তির পরপরই সংগীতাঙ্গনে বেশ সাড়া পড়ে যায়। কিছুদিন বিরতির পর এবার নতুন নতুন কয়েকটি সিঙ্গেল শ্রোতাদের উপহার দেবেন তিনি-এমনটাই জানালেন।
ফাহিম ফয়সাল জানান, ‘আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা হচ্ছে শ্রোতাদের ভালোবাসা ও উৎসাহ। তাই আমি খুব বেছে বেছে গান করি। কারণ, আমার মতে, ভালো গান চাইলেই করা যায়না। এর জন্য প্রয়োজন চেষ্টা ও মানসিকতা। আল্লাহর রহমত ও শ্রোতাদের ভালোবাসায় আমি সেই চেষ্টাই নিয়মিত করে যাচ্ছি। আমার একক অ্যালবাম ও মিক্সড অ্যালবামে গান ও মিউজিক ভিডিও প্রকাশের পর দেশ-বিদেশের শ্রোতাদের কাছ থেকে অনেক ভালো সাড়া পাই। এর মাঝে অন্য শিল্পীদের জন্য নতুন নতুন গানের সুর-সংগীতায়োজন করছি। আর বিভিন্ন টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠান ও স্টেজ শোর ব্যস্ততাতো আছেই। তাই শ্রোতাদের এবার নতুন কয়েকটি সিঙ্গেল ও মিউজিক ভিডিও উপহার দেবো। বরাবরের মতোই এই গানগুলোর সুরও আমার নিজেরই করা। শুধু এতটুকু বলতে চাই, নতুন মিউজিক ভিডিওগুলোতে বেশ চমক থাকছে।’
এ পর্যন্ত ১টি একক ও বেশ কয়েকটি মিশ্র অ্যালবামে গান করে জনপ্রিয়তা অর্জন করেছেন ফাহিম ফয়সাল। তার একক অ্যালবামের নাম ‘ভালোবাসার শেষ খেয়াল’। এই অ্যালবামের ‘নীলচে আকাশ’ গানটির মিউজিক ভিডিও দেশের সবকটি স্যাটেলাইট ও অনলাইন টেলিভিশন চ্যানেলে একাধিকবার প্রচার হয়েছে। তিনি তার ব্যান্ড ‘ফাহিম ফয়সাল অ্যান্ড ফ্রেন্ডস’ নিয়েও ব্যস্ত সময় পার করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

More
স্বত্ব : খবরসবর ডট কম
Design & Developed by Web Nest