নিজস্ব প্রতিবেদক : নতুন বিশ্বরেকর্ড গড়তে সিলেট থেকে ভৈরব অভিমুখী সাঁতার শুরু করেছেন সত্তর বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য। বিশ্বের ইতিহাসে বাঙালির আরেকটি গৌরবোজ্জ্বল অধ্যায় সংযোজনের লক্ষ্য নিয়ে দেশমাতৃকার এই সূর্যসন্তান ৭০ ঘণ্টায় প্রায় ২৮১ কিলোমিটার জলপথ পাড়ি দেওয়ার অভিযানে নেমেছেন।
সোমবার সকাল ৭টায় সিলেট মহানগরীর চাঁদনীঘাট থেকে সুরমা নদী দিয়ে ভৈরব ফেরিঘাটের উদ্দেশ্যে বীর মুক্তিযোদ্ধা ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য যাত্রা শুরু করেন।
এ সময় তিনি জানান, যেহেতু সিলেটে তিনি অবিরাম সাঁতারে দক্ষতা অর্জন করেন সেহতেু এখান থেকে নতুন বিশ্বরেকর্ড গড়ে চান।
তবে এখন পানি কম থাকায় এ অভিযানে খানিকটা অসুবিধা হবে।
বীর মুক্তিযোদ্ধা ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্যর সুরমা থেকে মেঘনা বিজয় অভিযানের ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ড। এছাড়া জনপ্রশাসন, পুলিশ ও স্বাস্থ্য বিভাগ থেকে নিরাপত্তাসহ সবধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, টানা সাঁতারে বিশ্ব রেকর্ড ২৫০ কিলোমিটার। বীর মুক্তিযোদ্ধা ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্যর লক্ষ্য ২৮১ কিলোমিটার। তবে ২৫১ কিলোমিটার হলেই নতুন বিশ্ববেকর্ড হবে।
Leave a Reply