নিজস্ব প্রতিবেদক : শুভ নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এই উৎসব আয়োজনের প্রস্তুতি চলছে সিলেট জুড়ে। সরকারি-বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচিতে এবারো নতুন বছরকে স্বাগত জানানো হবে।
নতুন বছরকে স্বাগত জানিয়ে এবারই জেলা প্রশাসনের উদ্যোগে প্রথম বের হবে মঙ্গল শোভাযাত্রা। শত কণ্ঠে বর্ষবরণের গান গাইবেন শ্রুতির সদস্যরা। এ জন্যে মহড়া চলছে।
সম্মিলিত নাট্য পরিষদ পুরনো বছরকে বিদায়ের পাশাপাশি নতুন বছরকে বরণ করতে এবারো সিলেটের ঐতিহ্যের অন্যতম স্মারক সুরমা নদীর চাঁদনীঘাটে অনুষ্ঠানের আয়োজন করবে।
সিলেট সিটি করপোরেশন এবার বৈশাখী মেলা করবেনা। তবে আনন্দ শোভাযাত্রা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা করবে।
Leave a Reply