সাংস্কৃতিক প্রতিবেদক : আজ পয়লা বৈশাখ-শুভ নববর্ষ। নতুন বাংলা বছরকে বরণ করার দিন। তাই উৎসবমুখর দেশ। উল্লসিত জাতি। প্রাণে প্রাণে উচ্ছ্বাস। বরণডালা ঘরে ঘরে। হবে মঙ্গল শোভযাত্রা। হালখাতা। মিষ্টিমুখ। সকল প্রস্তুতি সম্পন্ন। নিরাপত্তার চাদরে ঢাকা দেশ, যেন বাঙালি চিরশত্রুরা ফণা মেলতে না পারে।
সিলেটসহ সারা দেশে শুভ নববর্ষ উপলক্ষে দিনব্যাপী সরকারি-বেসরকারি উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সকাল ১০টায় সিলেট সিটি করপোরেশন নগর ভবন থেকে মঙ্গল শোভাযাত্রা বের করবে।
সিলেট জেলা প্রশাসনের মঙ্গল শোভাযাত্রা সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে। পরে কবি নজরুল অডিটোরিয়ামের মুক্তপ্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
সকালে সাড়ে ৮টায় ভোলানন্দ নৈশ বিদ্যালয়ে চারণ সাংস্কৃতিক কেন্দ্র মঙ্গল শোভাযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
এর আগে সকাল ৭টায় পাঠশালা সারদা স্মৃতিভবন প্রাঙ্গণে মঙ্গল শোভাযাত্রাসহ বৈশাখী উৎসবের আয়োজন করবে। একই সময়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বরীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের বর্ষবরণ।
সকাল সাড়ে ৭টায় শ্রীহট্ট সংস্কৃতি কলেজে রয়েছে আনন্দলোকের সাংস্কৃতিক অনুষ্ঠান।
সকাল ৮টায় ব্লুবার্ড স্কুলে শুরু হবে শ্রুতির দিনব্যাপী বর্ষবরণ উৎসব।
এছাড়াও জেলার বিভিন্ন স্থানে বর্ণিল আয়োজনে বর্ষবরণ হবে।
Leave a Reply