জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ সিলেট-৫ আসনের সংসদ সদস্য সেলিম উদ্দিন বলেছেন, প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু করা গেলে দেশে উন্নয়নে ভারসাম্য নিশ্চিত করা সম্ভব হবে। এতে বেকার সমস্যা হ্রাস পাবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। এ ব্যবস্থা রাজধানী ঢাকার উপর জনসংখ্যার চাপ কমাতে সাহায্য করবে। দেশকে আটটি প্রদেশে ভাগ করা হলে এককেন্দ্রীক সরকারের দুর্বলতাগুলো কাটিয়ে উঠা সম্ভব হবে। প্রত্যেক প্রদেশে হাইকোর্ট থাকবে, যা কেন্দ্রীয় সরকারের রাজধানী ঢাকায় সুপ্রিম কোর্টের আওতায় থাকবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রাদেশিক সরকারের বিকল্প নেই।
তিনি আরো বলেছেন, বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে। বিশ্বে দরবারে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।
সোমবার লন্ডনে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ইউকের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখছিলেন।
জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ইউকের সভাপতি আশিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঈন উদ্দিন আনছারের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সভাপিত বদরুল খান, লাউতন বাজার মেয়র কাউন্সিলর সৈয়দ মুহিবুর রহমান, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমদাদ রহমান, গ্রেটার সিলেট কাউন্সিলের সভাপতি মাহবুবুর রহমান, চ্যানেল এস ইউকের তাজ চৌধুরী, বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান জামাল উদ্দিন, জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা মনজ্জির আলী, বিয়ানীবাজার ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি মুহিবুর রহমান, জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল বারী, জাহাঙ্গীর খান, কাউন্সিলর আয়শা চৌধুরী, যুগ্ম সম্পাদক ফয়জুর রহমান, রিয়াজ উদ্দিন, জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক জয়নাল খান, কাজী বাবর, শিক্ষা বিষয়ক সম্পাদক হালিম চৌধুরী, কাউন্সিলর অলিউর রহমান, ছাব্বির আহমদ চৌধুরী, উবায়দুর রহমান প্রমুখ।
Leave a Reply