সিলেটে প্রথম অনলাইন টেলিভিশন সিলটিভি নতুন প্রযুক্তিতে আইপি টিভি হিসেবে পূর্ণাঙ্গ সম্প্রচার শুরু করেছে।
সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বৃহস্পতিবার বিকেলে সিলটিভির পূর্ণাঙ্গ সম্প্রচার কার্যক্রম উদ্বোধন করেন।
এ উপলক্ষে মহানগরীর পশ্চিম জিন্দাবাজারে ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটির নবম তলায় সিলটিভি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বদর উদ্দিন আহমদ কামরান বলেন, এর মধ্য দিয়ে সিলেট অঞ্চলের গণমাধ্যমের ইতিহাসে নতুন অধ্যায় সংযোজিত হলো।
তিনি সিলটিভিতে মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সিলেটের ইতিহাস-ঐতিহ্য দেশে ও দেশের বাইরে তুলে ধরার উপর গুরুত্ব আরোপ করেন।
দর্শকদের চাহিদার কথা বিবেচনা রেখে সিলটিভির অনুষ্ঠানমালা সাজাতে তিনি পরামর্শ দেন।
সিলটিভির সম্পাদকীয় উপদেষ্টা আল-আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিলটিভির পরিচালক আব্দুল মোমিন চৌধুরী, মাহবুব আলম মিলন, জুবায়ের আহমেদ চৌধুরী, বার্তা উপদেষ্টা মুজিবুর রহমান ডালিম ও তথ্য প্রযুক্তি উদদেষ্টা সাদিকুর রহমান সাকী।
এছাড়াও উপস্থিত ছিলেন সিলটিভির বার্তা সম্পাদক সুবর্ণা হামিদ, ইনডিপেনডেন্ট টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট গোপাল বর্ধন, মোহনা টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট খছরুজ্জামান, সিলটিভির নিজস্ব প্রতিবেদক হেনা মমো ও শুকরান আহমেদ রানা।
Leave a Reply