সিলেটের জেলা প্রশাসক মো রাহাত আনোয়ার বলেছেন, তথ্য ও প্রযুক্তির যুগে শিক্ষকদের সব বিষয়ে দক্ষতা অর্জন প্রয়োজন। শিল্প-সংস্কৃতি বিষয়েও তাদের দক্ষতা বৃদ্ধি করতে হবে।
তিনি আরো বলেছেন, স্কাউটস প্রশিক্ষণের মাধ্যমে শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধের সৃষ্টি হয়। নতুন প্রজন্মকে লেখাপড়ার পাশাপাশি স্কাউটসে অংশগ্রহণ করা উচিত। এর মাধ্যমে নতুন প্রজন্ম দেশ ও জাতিকে সুন্দর সমাজ উপহার দিতে পারবে।
শুক্রবার সকালে তিনি দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নে সিরাজ উদ্দিন আহমদ একাডেমিতে বাংলাদেশ স্কাউটস দক্ষিণ সুরমা উপজেলার সহযোগিতায় ও জেলা স্কাউটের তত্ত্বাবধানে জাতীয় পর্যায়ের শাপলা কাব/ প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড-২০১৭ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন কালে শিক্ষক/ শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খালেদা খাতুন রেখার সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস সম্পাদক মকব্বির আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিরাজ উদ্দিন আহমদ একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি ডা মো শামীমুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায়, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাহিদ হাসান প্রিন্স ও উপজেলা শিক্ষা কর্মকর্তা জিয়াউদ্দিন আহমদ।
জাতীয় পর্যায়ের শাপলা কাব/ প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড-২০১৭ এর সিলেট জেলার ২৪০ জন কাব স্কাউট ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডে ৩৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে।
Leave a Reply