সিলেটে ব্লু বার্ড হাই স্কুল এন্ড কলেজে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির প্রথম পর্বের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হয়ে উঠতে নতুন প্রজন্মকে পাঠ্যবইয়ের পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের ইতিহাসসহ জ্ঞান-বিজ্ঞানের বই পড়ার আহ্বান জানিয়েছেন।
একই সঙ্গে তারা বর্তমান শিশু-কিশোরদেরকে মোবাইল আসক্তি থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে বলেন, তথ্য প্রযুক্তিতে দক্ষতা অর্জনের জন্যে মোবাইল ফোনে আসক্ত হওয়ার দরকার নেই।
মঙ্গলবার, ১৯ মার্চ সকালে ব্লু বার্ড হাই স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ হুসনে আরার সভাপতিত্বে এতে প্রধান অতিথি জ্যেষ্ঠ সাংবাদিক ও মুক্তিযুদ্ধ গবেষক আল আজাদ বলেন, ২০৪১ সালে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে উন্নীত করতে একাত্তরকে বুকে ধারণ করে বর্তমান প্রজন্মকেই নেতৃত্ব দিতে হবে।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ হুসনে আরা বলেন, অতীতকে ভুলে গিয়ে কোন জাতি এগিয়ে যেতে পারেনা। তাই বইপড়ার মধ্য দিয়েই মহান মুক্তিযুদ্ধকে জানতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্লু বার্ড হাই স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক, বিশ্বসাহিত্য কেন্দ্রের কলেজ সংগঠক মাধব রায়। বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রধান শিক্ষক এস এন ব্রজেন্দ্র চন্দ্র দাস ও শিক্ষক প্রতিনিধি সুশান্ত রঞ্জন রায়। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সুমাইয়া জিনাত, বৃন্ত ভট্টাচার্য, শামীমা আক্তার সূচি, সৌরভ চক্রবর্তী ও অন্যা রানী দাস ঋতু। এছাড়াও কয়েকজন শিক্ষার্থী কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষার্থী ঐশ্বর্যা কুণ্ডু শ্রেয়া ও জাহিন এপিক।
Leave a Reply