নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে নতুন প্রজন্মকে সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এ দায়িত্ব কেবল শিক্ষক আর অভিভাবকদের নয়, দায়িত্ব আসলে সকলের। তাই প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে শিশুদের কল্যাণে কাজ করতে হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর প্রথমদিন সোমবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে একশ শিশুর হাতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তুলে দেয়া উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
জেলা প্রশাসক বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে নিজ নিজ সন্তানদেরকে জানাতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
সম্মিলিত নাট্য পরিষদ ও জেলা প্রশাসন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সিলেটের নাট্য, সংস্কৃতি ও সাংবাদিকতা অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলটিভি অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে।
Leave a Reply