নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড কামাল আবদুল নাসের চৌধুরী বলেছেন, অনেক কিছুই কালের গর্ভে হারিয়ে যায়; কিন্তু বইয়ের কোন ক্ষয় নেই। বইয়ের পাঠক ছিল, আছে এবং থাকবে। তাই নতুন প্রজন্মকে বইয়ের প্রতি আকৃষ্ট করতে সরকারি উদ্যোগে দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা সদরে বইমেলার আয়োজন করা হচ্ছে।
তিনি আরো বলেছেন, নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে জানাতে হবে। জানাতে হবে বঙ্গবন্ধু সম্পর্কে। তাহলেই ভবিষ্যৎ বংশধররা নিজেদের সত্যিকার পরিচয় জানতে পারবে।
জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় ও সিলেট জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত সপ্তাহব্যাপী বিভাগীয় বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে ড কামাল আবদুল নাসের চৌধুরী প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
সোমবার বিকেল থেকে সিলেট সরকারি আলিয়া মাদরাসা ময়দানে এ বইমেলা শুরু হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানের আগে প্রধান অতিথি ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বইমেলা উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিভাগীয় কমিশনার মোস্তফিজুর রহমান পিএএ, সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খোরশেদ আলম, পুলিশ সুপার ফরিদ উদ্দিন ও জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর। সভাপতিত্ব করবেন, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক আসলাম উদ্দিন। পরিচালনায় ছিলেন, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাশগুপ্ত।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
Leave a Reply