নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আলোচ্যসূচিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের বিষয় থাকলে জাতীয় ঐক্যফ্রন্ট প্রধানমন্ত্রীর সাথে সংলাপে যাওয়া নিয়ে চিন্তাভাবনা করবে।
সোমবার দুপুরে সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত নির্বাচনের আগেও প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ হয়েছিল; কিন্তু তা অর্থবহ হয়নি। আবারো সংলাপের কথা বলা হচ্ছে। তবে আলোচ্যসূচি জানানো হয়নি।
জামায়াতে ইসলামী প্রসঙ্গে ড কামাল হোসেনের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, এই বক্তব্য গণফোরামের-জাতীয় ঐক্যফ্রন্টের নয়। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ঐক্যে ফাটল ধরার কোন সুযোগ নেই।
জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজারও জিয়ারত করেন।
নেতবৃন্দের মধ্যে আরো রয়েছেন, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, মহাসচিব হাবিবুর রহমান বীরপ্রতীক, গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু ও জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব।
জাতীয় ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দ পরে বালাগঞ্জ উপজেলায় নির্বাচনী সহিংসতায় নিহত ছাত্রদল নেতার বাড়িতে যান।
Leave a Reply