হবিগঞ্জ প্রতিনিধি : নতুন কোন কর আরোপ ছাড়াই হবিগঞ্জ পৌরসভার ২০২০-২১ অর্থবছরের ৮৫ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার সকালে সীমিত পরিসরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই বাজেট ঘোষণা করেন, পৌর মেয়র মিজানুর রহমান।
নতুন বাজেটে পৌরসভার রাজস্ব ও উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৮৬ কোটি ৩১ লাখ ৮০ হাজার ৫৩ টাকা আর ব্যয় ধরা হয়েছে ৮৫ কোটি ১৩ লাখ ৬৫ হাজার ৫ শ ১ টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ১ কোটি ১৮ লাখ ১৪ হাজার ৫ শ ৫২ টাকা।
মেয়র মিজানুর রহমান লিখিত বক্তব্যে বলেন, গত এক বছরে তিনি সকলের সহযোগিতায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বড় ড্রেনগুলোকে অনেকাংশে সচল করতে পেরেছেন। ফলে এবার প্রচুর বৃষ্টি হলেও কোথাও আগের মতো পানি জমে থাকেনি।
Leave a Reply