সিলেট মহানগর বিএনপির জ্যেষ্ঠ সহ সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেছেন, নতজানু পররাষ্ট্রনীতির কারণে সীমান্তে একের পর এক বাংলাদেশী হত্যাকাণ্ডের শিকার হচ্ছে।
সীমান্ত হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহানগর বিএনপির ভাতালিয়ার অস্থায়ী কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালোব্যাজ ধারণ উদ্বোধন পর্বে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, মানবিক অধিকার লঙ্ঘন করে এই সকল হত্যাকাণ্ড ঘটার পরেও সরকার নির্বিকার ভূমিকা পালন করে যাচ্ছে।
তিনি অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করে বাংলাদেশীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম সিদ্দিকীর পরিচালনায় এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দলের সহ সভাপতি হুমায়ুন কবির শাহীন, সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, মাহবুব চৌধুরী, দপ্তর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল মিয়া, যুব বিষয়ক সম্পাদক মির্জা বেলায়েত হোসেন লিটন, পরিবারকল্যাণ সম্পাদক লল্লিক আহমদ চৌধুরী, মানবাধিকার সম্পাদক মুফতি নেহাল উদ্দিন, সমবায় বিষয়ক সম্পাদক মামুনুর রহমান মামুন, আপ্যায়ন সম্পাদক আফজাল উদ্দিন প্রমুখ।
Leave a Reply