নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান বলেছেন, কাজী নজরুল ইসলামের সৃষ্টি বাঙালি জাতিকে শোষণ-বঞ্চনা ও নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে সংগ্রাম করতে প্রেরণা যুগিয়েছে। মহান মুক্তিযুদ্ধে দিয়েছে সাহস। তাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরপরই বিদ্রোহী কবিকে বাংলাদেশে নিয়ে এসে জাতীয় কবির মর্যাদায় অধিষ্ঠিত করেন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি সিলেট আয়োজিত আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
জেলা প্রশাসক বলেন, কাজী নজরুল ইসলাম কঠোর জীবনসংগ্রামের মধ্য দিয়ে শৈশব-কৈশোর-তারুণ্য অতিবাহিত করেন। কলম ধরেছিলেন ব্রিটিশ শাসকের বিরুদ্ধে। এ জন্যে কারাগারে গেছেন; কিন্তু এরপরও কবি মাথা নত করেননি। বরং উৎপীড়িতের কান্না না থামা পর্যন্ত সৃষ্টির উল্লাসে মেতে থাকার দৃপ্ত ঘোষণা দেন।
তিনি শিশুদেরকে জাতীয় কবি সম্পর্কে বেশি করে জানার পরামর্শ দেন।
কবি নজরুল অডিটোরিয়ামে বুধবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ। সভাপতিত্ব করেন, জেলা শিশু বিয়ষক কর্মকর্তা সাইদুর রহমান ভূঞা। পরিচালনায় ছিলেন, আবৃত্তিশিল্পী নাজমা পারভীন। এছাড়াও জেলা প্রশাসনের সহকারী কমিশনার আহসানুল আলম, আবৃত্তিশিল্পী জ্যোতি ভট্টাচার্য, রবীন্দ্রসংগীত শিল্পী অনিমেষ বিজয় চৌধুরী ও সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য মিঠু দাস জয় উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি আল আজাদ বলেন, কাজী নজরুল ইসলামের কবিতা ও গান ছিল স্বাধীনতার জন্যে লড়াই-সংগ্রামে আমাদের শক্তির উৎস। এখন আমাদেরকে প্রেরণা যোগাচ্ছে কাঙ্ক্ষিত বাংলাদেশ-বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার গড়ায়। আমরা জাতীয় কবির সকল সৃষ্টি থেকে সাহস পাই।
তিনি অভিভাবকদেরকে নিজ নিজ সন্তানকে মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে জানানোর আহবান জানিয়ে বলেন, তাহলে নতুন প্রজন্মের পথ হারানোর আশংকা থাকবেনা।
সভাপতির বক্তব্যে সাইদুর রহমান ভূঞা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাঙালির অন্তরজুড়ে বিরাজ করেন।
আলোচনা ও পুরস্কার বিতরণ শেষে শিশু একাডেমির প্রশিক্ষণার্থী শিশুরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
Leave a Reply