নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশনের ‘নগর চত্বর’ উদ্বোধনের ২৪ ঘণ্টা পার না হতেই ‘জনতার কামরান চত্বর’ নামফলক লাগিয়ে দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল সহকারে নগর ভবনে সামনের ত্রিমুখিতে ‘নগর চত্বর’ সাইনবোর্ড খুলে নতুন নামফলক লাগিয়ে দেন।
এই জায়গাটি একসময় সিটি পয়েন্ট হিসেবে পরিচিত ছিল। সিসিকের প্রথম মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুর পর তার নামে নতুন নামকরণের দাবি উঠে; কিন্তু রবিবার সন্ধ্যারাতে ‘নগর চত্বর’ নাম দিয়ে এখানে নির্মিত একটি নতুন স্থাপনা উদ্বোধন করেন, সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, যা আওয়ামী পরিবারে ক্ষোভের সঞ্চার করে।
নামফলক লাগানোর পর মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তির সভাপতিত্বে ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠুর পরিচালনায় এক সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাউন্সিলর আফতাব হোসেন খান, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, অ্যাডভোকেট ফখরুল ইসলাম, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক লীগ নেতা এম রশীদ আহমদ, গোলাম হাছান চৌধুরী সাজন, এম এইচ ইলিয়াস দিনার, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার, সাবেক ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম, সঞ্জয় চৌধুরী ও সাইফুল আহমদ ছফু।
ছবি ফেসবুক থেকে।
Leave a Reply