সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো রেজা-উন-নবী বলেছেন, নগরবাসীর সব ধরনের সেবা নিশ্চিত করা হবে।
তিনি জানিয়েছেন, নগরবাসীকে মশার উপদ্রব থেকে রক্ষা করতে মশক নিধন কর্মসূচি অব্যাহত থাকবে। পাইলট প্রকল্প হিসেবে জলাবদ্ধতা দূর করতে গাভিয়ার খাল পরিষ্কারকরণ ও খনন কার্যক্রম শুরু হয়েছে। একই পদ্ধতিতে মহানগরীর অন্যান্য ছড়া-খালও পরিষ্কার এবং খনন করা হবে।
বুধবার সকালে (১১ ডিসেম্বর/২৬ অগ্রহায়ণ) মহানগরীর ১০ নম্বর ওয়ার্ডের কানিশাইলে গাভিয়ার খাল পরিষ্কারকরণ ও ১ নম্বর ওয়ার্ডের হজরত শাহজালাল (রহ) মাজারে মশক নিধন কর্মসূচির উদ্বোধনকালে সিসিক প্রশাসক এসব কথা বলেন।
তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করে বলেন, তাদের সহযোগিতা ছাড়া সুন্দর নগর গড়া কোনভাবেই সম্ভব নয়। খান মো রেজা-উন-নবী নগর সুন্দর রাখতে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে ফেলার অনুরোধ জানান।
একই সঙ্গে তিনি মশার উপদ্রব থেকে বাঁচতে নিজ নিজ আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখারও অনুরোধ জানান।
এসময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা মো জাহিদুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লে কর্নেল মোহাম্মদ একলিম আবদীন, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা মো মতিউর রহমান খান, প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিত দেব, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর, জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ ও অন্যরা উপস্থিত ছিলেন। পিআইডি সিলেট