নিজস্ব প্রতিবেদক : সিলেটবাসী অবদান অনেক। তাই প্রত্যাশাও অনেক; কিন্তু প্রাপ্তি অনেক কম। তাই এবারের সিটি করপোরেশন নির্বাচন এমন একজনকে মেয়র পদে নির্বাচিত করতে হবে, যিনি সরকার থেকে নগরবাসীর ন্যায্য পাওনা আদায় করতে পারবেন।
মঙ্গলবার দুপুরে প্রগতিশীল নাগরিক ফোরামের উদ্যোগে মহানগরীর ধোপাদিঘির পাড়ে হাফিজ কমপ্লেক্সে আয়োজিত ‘সম্ভাবনার সিলেট : প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক সেমিনারে বক্তারা এ অভিমত রাখেন।
বক্তারা সিসিক নির্বাচনে বদর উদ্দিন আহমদ কামরানকে মেয়র পদে নির্বাচিত করার আহ্বান জানান।
জাতিসংঘে সাবেক স্থায়ী প্রতিনিধি ড এ কে আব্দুল মোমেনের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, নাট্যজন পীযুষ বন্ধোপাধ্যায়, শহীদ কন্যা ডা নুজহাত চৌধুরী, সিলটিভির প্রধান সম্পাদক আল আজাদ, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য মোহাম্মদ সানাওর ও জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, সাংবাদিক অপূর্ব শর্মা। পরিচালনায় ছিলেন, রজত কান্তি গুপ্ত।
Leave a Reply