সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো আনোয়ারুজ্জামান চৌধুরী নগরবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় মেয়র বলেছেন, ’বর্ষ পরিক্রমায় আবারও আমাদের মাঝে ফিরে এসেছে নতুন বছর। বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষে মুছে যাক আমাদের অতীতের সকল বিভেদ ও গ্লানি। আগামী দিনগুলোতে কাধে কাঁধ মিলিয়ে আমাদের এই আধ্যাত্মিক নগরী প্রাণের সিলেটকে গ্রীণ, ক্লিন ও স্মার্ট সিলেটে বাস্তবায়ন করতে ঐক্যবদ্ধভাবে সার্বিক উন্নয়ন প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। নাগরিক বান্ধব নগর বিনির্মাণে একসাথে হাতে হাত রেখে এগিয়ে আসতে হবে।’
তিনি আরও বলেছেন, ‘আসুন, নতুন বছরে অতীতের সকল ব্যর্থতা—দুঃখ—গ্লানি পিছনে ফেলে সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যে একযোগে কাজ করি। আপনারা যারা দেশে ও প্রবাসে অবস্থান করছেন সকল বাঙালি ভাইবোনকে জানাই বঙ্গাব্দ ১৪৩১—এর শুভেচ্ছা।’
Leave a Reply