এমরান আহমদ : সিলেট সিটি করপোরেশন-সিসিক ডাস্টবিনে ময়লা আবর্জনা ফেলার ব্যাপারে নগরবাসীকে উদ্বুদ্ধ করতে এবার জনসচেতনতা কার্যক্রম শুরু করেছে।
শনিবার প্রথমদিন বেলা ২টায় মহানগরীর সুরমা মার্কেট পয়েন্ট থেকে শুরু করে বন্দরবাজার ও জিন্দাবাজার হয়ে চৌহাট্টা পর্যন্ত এই জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
মহানগরীকে পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন স্থানে ২০০টি ডাস্টবিন স্থাপন করা হয়েছে; কিন্তু ফুটপাতে চলাচলকারী পথচারী ও ব্যবসায়ীরা এসব ডাস্টবিনে ময়লা না ফেলে যত্রতত্রভাবে ময়লা ফেলছেন। এ অবস্থায় পথচারী ও ব্যবসায়ী সহ সংশ্লিষ্টদের সচেতন করতে রাস্তায় নেমেছে সিসিকের বিশেষ টিম। ১৫ সদস্যের এই বিশেষ টিম নগরবাসীকে ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলতে উদ্বুদ্ধ করবে।
বিশেষ টিমের প্রধান সিসিকের পরিচ্ছন্নতা বিভাগের প্রধান কর্মকর্তা মো. হানিফুর রহমান, শুধুমাত্র ডাস্টবিন স্থাপন করলেই হবে না, এজন্য নগরবাসীর সচেতন হওয়া জরুরি। সবাইকে ডাস্টবিনে ময়লা ফেলার অভ্যাস করতে হবে। পরবর্তী সময়ে লিফলেট বিতরণ, মার্কেটে মার্কেটে প্রচারণা এবং গণমাধ্যম ও ক্যাবল অপারেটরের মাধ্যমে সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
Leave a Reply