নিজস্ব প্রতিবেদক : সিলেট সদর উপজেলার বালুচর এলাকায় প্রায় অর্ধকিলোমিটার এলাকা জুড়ে গ্যাসের ভূগর্ভস্থ লাইনের উপর গড়ে উঠা অবৈধ স্থাপনার পাশে সঞ্চালন নকশা অনুসরণ না করে বঙ্গবন্ধু হাইটেক পার্কের জন্য গ্যাসলাইনের পাইপ বসানো হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।
বুধবার সিলেট জেলা প্রেসক্লাবে আহুত সংবাদ সম্মেলনে বালুচর জোনাকী আবাসিক এলাকার মো জালাল উদ্দিন এ অভিযোগ করেন।
তিনি আশংকা প্রকাশ করেন, ভূগর্ভস্থ গ্যাস লাইনের উপরে অবৈধভাবে রেস্টুরেন্ট পর্যন্ত গড়ে তোলা হয়েছে। ফলে যেকোন সময় দুর্ঘটনার ঘটে যেতে পারে। তাই অবৈধ দখলদারদের বাঁচাতে গ্যাসের নিজস্ব ভূমির মাঝামাঝি বরাবর নকশা অনুযায়ী কাজ না হওয়ার প্রতিবাদ জানানোয় প্রভাবশালী দখলবাজরা তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে।
লিখিত বক্তব্যে তিনি আরো উল্লেখ করেন, জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ বারবার নোটিশ দিলেও অবৈধ দখলদাররা অবৈধ স্থাপনা অপসারণ করছে না।
মো জালাল উদ্দিন জানান, কয়েকদিন ধরে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প বঙ্গবন্ধু হাইটেক পার্কের জন্য হরিপুর থেকে কুমারগাঁও পর্যন্ত গ্যাসলাইন স্থাপনের কাজ চলছে। নিয়ম অনুযায়ী জালালাবাদ গ্যাসের অধিগ্রহণকৃত হরিপুর থেকে কুমারগাঁও পর্যন্ত প্রায় ৬ মিটার প্রশস্তের ভূমির মধ্যবর্তী স্থানে পাইপলাইন স্থাপনের কথা; কিন্তু বালুচর এলাকায় বিশেষ করে বালুচর নয়াবাজারে অবৈধ দখলদারদের রক্ষা করতে নকশা বহির্ভুভাবে পাইপ স্থাপন করা হচ্ছে।
তিনি আরো অভিযোগ করেন, জালালাবাদ গ্যাসের কিছু অসাধু কর্মকর্তা অবৈধ দখলদারদের সঙ্গে হাত মিলিয়েছেন এবং এ ব্যাপারে সরকারি বিভিন্ন দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেও কোনো ফল হয়নি।
মো জালাল উদ্দিন এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন।
Leave a Reply