সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি বলেছেন, বিশ্বের উন্নত দেশগুলোতে নকল পণ্য উৎপাদন ও বিক্রি যেমন অপরাধ তেমনি নকল পণ্য ক্রয় এবং ব্যবহারও অপরাধ হিসেবে গণ্য করা হয়; কিন্তু বাংলাদেশে তা হয় না। এ কারণে কমমূল্যে বিভিন্ন নামী-দামী ব্রান্ডের নকল পণ্যে বাজার সয়লাব হয়ে আছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর কর্মকর্তাবৃন্দ ও সমাজের দায়িত্ববান ব্যক্তিদের যার যার অবস্থান থেকে জনসচেতনতা সৃষ্টিতে শক্তিশালী ভূমিকা রাখতে হবে।
দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে রবিবার, ৭ জুলাই (২৩ আষাঢ়) সকালে আয়োজিত ‘নকল পণ্য প্রতিরোধ ও বর্জনে করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিভাগীয় কমিশনার আরও বলেন, এ দেশকে সোনার বাংলা করতে জনসাধারণের চিন্তা-ভাবনার মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে হবে-দেশপ্রেম বাড়াতে হবে।
তিনি বলেন, বিশ্বের অনেক দেশেই নকল পণ্য উৎপাদিত হয়; কিন্তু তা সাধারণত নামী-দামী ব্রান্ডের পোষাক, ঘড়ি ও বিভিন্ন বিলাসী পণ্যের মধ্যে সীমাবদ্ধ থাকে। অন্যদিকে বাংলাদেশে খাদ্যদ্রব্য, ঔষধ, বেবী ফুড, ত্বকে ব্যবহার্য্য কসমেটিক্স ইত্যাদিও নকল হচ্ছে, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকারক।
সিলেট চেম্বার মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তাহমিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক মো ফখরুল ইসলাম ও ব্রিটিশ-আমেরিকান টোব্যাকোর কর্পোরেট এন্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স ডিরেক্টর সাবাব আহমেদ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সিলেট চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মো এমদাদ হোসেন। বিষয়বস্তুর উপর সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো আমিরুল ইসলাম মাসুদ।
সভাপতির বক্তব্যে সিলেট চেম্বার সভাপতি তাহমিন আহমদ বলেন, নকল পণ্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রচারণার মাধ্যমে সবাইকে সচেতন করতে হবে।
তিনি বলেন, নকল পণ্য আমদানির ব্যাপারে বিজিবি, কাস্টম্স ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সজাগ থাকতে হবে।
তাহমিন আহমদ নকল পণ্য সম্পর্কে সম্যক ধারণা পেতে সদ্য গ্র্যাজুয়েশন সম্পন্নকারী শিক্ষার্থীদের বিএসটিআই ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোতে ছয় মাসের ইন্টার্নশিপের সুযোগ দেওয়ার আহবান জানান।
সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সহসভাপতি এহতেশামুল হক চৌধুরী, কাস্টম্স এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেটের যুগ্মকমিশনার মো জাহাঙ্গীর আলম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড ফজলে এলাহী মো ফয়সাল, লিডিং ইউনিভার্সিটির ফেকাল্টি অব বিজনেস এডমিনিস্ট্রেশনের ডিন অধ্যাপক ড বশির আহমেদ ভূঁইয়া, নর্থ ইস্ট ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড শামীম আল আজিজ লেলিন, সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়, ফুলকলির ডিজিএম মো জসিম উদ্দীন খন্দকার, ক্যাব-সিলেটের সভাপতি জামিল চৌধুরী ও ক্যাটারার্স গ্রুপ অব সিলেটের সাধারণ সম্পাদক সালাউদ্দিন চৌধুরী।
এছাড়াও সরকারি দপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply