এবারের ঈদে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন সাজিয়েছে বর্ণিল ঈদ আয়োজন। প্রতিষ্ঠানটি তাদের পূর্বের ধারা অব্যাহত রেখে তারকা শিল্পীদের পাশাপাশি প্রকাশ করতে যাচ্ছে সম্ভাবনাময় শিল্পীদের গান। সব শ্রেণির শ্রোতা-দর্শকের কথা ভাবনায় রেখেই এবারের ঈদ আয়োজন সাজানো হয়েছে।
এই তালিকায় আছে বাংলা গানের যুবরাজ আসিফ আকবর ও মিমির দ্বৈত গান ‘মিথ্যা বলতে পারিনা’। গানটির গীতিকার স্নেহাশীষ ঘোষ। সুর করেছেন নাজির মাহমুদ আর সংগীতায়োজনে মুশফিক লিটু। গানটির ভিডিও নির্মাণ করেছেন ইয়ামিন ইলান।
‘ঘুড়ি’ খ্যাত লুৎফর হাসানের কন্ঠে ‘আমি আর আসবোনা’। অমৃত দেবনাথের কথায় গানটি সুর করেছেন প্রিন্স রুবেল। সংগীতায়োজন তরিকের। গানটির ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার।
ভাটি অঞ্চলের জনপ্রিয় কন্ঠশিল্পী প্রিন্স রুবেলের কথা, সুর ও গায়কীতে ‘এক সমুদ্র পানি’। গানটির সংগীতায়োজন করেছেন তরিক। ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার।
এই প্রজন্মের আলোচিত কন্ঠশিল্পী জিসান খান শুভর কথা, সুর ও গায়কীতে ‘এলে না তুমি’। গানটির সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার।
হালের সেনসেশন ইমরান মাহমুদুলের জনপ্রিয় দুটি গান ‘ধোঁয়া’ ও ‘মেঘের খামে’। এবার এই দু’টি গানের মেশআপ করেছেন হাসান সামস্ ইকবাল ও ক্ষুদে গানরাজ খ্যাত হুমায়রা ঈশিকা।
ওপার বাংলার জনপ্রিয় কন্ঠশিল্পী রূপঙ্কর বাগচীর ‘ভালো থাকুক’। গালিব সরদারের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন টোনাই দেবাশীষ গাঙ্গুলী।
নতুন প্রজন্মের কন্ঠশিল্পী শফিক মাহমুদের ‘তুই যদি আমার থাকিস’। ফারুক রাজের কথায় গানটির সুর করেছেন শফিক মাহমুদ নিজেই। সংগীতায়োজন করেছেন কাওসার খান। গানটির ভিডিও নির্মাণ করেছেন এম এইচ রিজভী।
প্রতিভাবান কন্ঠশিল্পী তাজুল ইসলাম গেয়েছেন ওপার বাংলার কণ্ঠশিল্পী অদিতি চক্রবর্তীর সঙ্গে দ্বৈত গান। শিরোনাম ‘কেন দুঃখ দিলে’। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন তাজুল ইসলাম নিজেই আর সংগীতায়োজন করেছেন জাহিদ বাবু। গানটির ভিডিও নির্মাণ করেছেন সুশান্ত ঘোষ।
এই প্রজন্মের প্রতিভাবান কন্ঠশিল্পী এইচ আল আমিনের ‘পিরিতের সেল’। গানটির কথা ও সুর মো সুরুজ্জামানের। সংগীতায়োজন করেছেন আকাশ মাহমুদ। গানটির ভিডিও নির্মাণ করেছেন আল আমিন নিজেই।
ধ্রুব মিউজিক স্টেশন-ডিএমএস জানায়, ২৮ এপ্রিল থেকে তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা শুরু হয়েছে ঈদের বিশেষ গান ভিডিও। চলবে ৬ মে পর্যন্ত। পাশাপাশি গানগুলো শুনতে পাওয়া যাবে দেশী ও আন্তর্জাতিক বিভিন্ন অ্যাপে।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply