ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সিলেট বিভাগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে মহানগরীর বারুতখানায় একটি হোটেলে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন, সংগঠনের বিভাগের সাধারণ সম্পাদক আজির উদ্দিন। প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী সম্পাদক অমিয় প্রাপন চক্রবর্তী অর্ক। প্রধান আলোচক ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক আলাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, সিলেট জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ, কেন্দ্রীয় ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পরিচালক কাজি সালমান হুসেন, সচিবালয়ের সহকারী প্রধান মেহেদী জেনেট ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কবিরুল ইসলাম কবির। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতিন ও সিলেট জেলা আহবায়ক ফাহিম আহমদ রুকনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শীলা, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রয়েল বিশ্বাস, সিলেট মহানগর সভাপতি তুহিন আহমদ ও বিভাগীয় যুব উন্নয়ন ফোরামের সভাপতি আফিকুর রহমান আফিক।
Leave a Reply