সুনামগঞ্জ প্রতিনিধি : সেলাই মেশিন দেয়ার নামে গৃহবধূকে ধর্ষণের মামলায় সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশিদকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
তিনি সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক জাকির হোসেন তার আবেদন না মুঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পিপি ড খায়রুল কবীর রুমেন বিষয়টি নিশ্চিত করেন।
গত ২৭ সেপ্টেম্বর বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর এলাকার খালেদা বেগম নামের এক নারী উপজেলা চেয়ারম্যানের নিকট থেকে সেলাই মেশিন নিতে গেলে হারুনুর রশিদ তাকে নিজের খাসকামড়ায় ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়।
ঐ নারী সেদিনই বিশ্বম্ভরপুর থানায় উপজেলা পরিষদ চেয়ারম্যানকে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
Leave a Reply