সুনামগঞ্জ প্রতিনিধি : ‘নারী ও কন্যা নির্যাতন বন্ধ করি, নতুন সমাজ নির্মাণ করি’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আন্তর্জাতিক নারী ও কন্যা নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন করা হয়েছে।
শুক্রবার সকালে শহরের ষোলঘর এলাকায় বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার উদ্যোগে সংগঠনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে লিখিত বক্তব্যে জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য্য বলেন, সাম্প্রতিক সময়ে সুনামগঞ্জ জেলায় অনেকগুলো শিশু ও নারী ধর্ষণের ঘটনা ঘটেছে। এই পাশবিকতার শিকার হয়েছেন আদিবাসী নারী ও প্রতিবন্ধী শিশু। বিচারহীনতার সংস্কৃতির কারণেই সমাজে এমন জঘন্য ঘটনা ঘটছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়াতে এই প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধে রাষ্ট্রীয় কঠোর আইন প্রয়োগ দরকার। বিশেষ ট্রাইব্যুনাল করে ধর্ষণের বিচারে বিশেষ নজর দিতে হবে এবং মামলা দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শরীফা আশ্রাফি, লিগ্যাল এইড সম্পাদক রাশিদা বেগম, সাংগঠনিক সম্পাদক পাঞ্চালি চৌধুরী এবং সদস্য রুবী রানী দাস, শান্তা পাল ও তৃণা দে।
Leave a Reply