নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান-র্যাব ৯ একটি ধর্ষণ ও মানবপাচার মামলার মূল আসামি সোহেল মিয়াকে মৌলভীবাজার থেকে গ্রেফতার করেছে।
র্যাব ৯ জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টিকটকের মাধ্যমে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বেতাপুর গ্রামের কিবরিয়া মিয়ার ছেলে সোহেল মিয়ার (২৭) সঙ্গে তিনবছর আগে পরিচয় হয় পাবনার সাঁথিয়া উপজেলার ডমরা গ্রামের রুকশিপাড়া এলাকার এক তরুণীর (২২)। এক পর্যায়ে দু’জনের মধ্যে ভালোবাসার গভীর সম্পর্ক গড়ে উঠে। এই সুযোগে প্রেমিক সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে পার্শ্ববর্তী দেশের একটি শহরে নিয়ে যায় প্রেমিকাকে। সেখানে তাকে আটকে রেখে দেহব্যবসায় বাধ্য করে। পরে বিয়েও করে তারা; কিন্ত গত ১২ মে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়ন সীমান্ত দিয়ে দালাল চক্রের সহায়তায় স্বামী পার্শ্ববর্তী দেশে বউকে পাচার করে দেয়। তবে ১৫ মে কৌশলে দেশে ফিরে আসে সেই তরুণী। এ ঘটনায় সে তিনি সোহেল মিয়াকে প্রধান আসামি করে মোট ৫ জনকে আসামি দিয়ে পাটগ্রাম থানায় ২১ মে মামলা দায়ের করে।
এর পরপরই প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৯, সিলেটের একটি আভিযানিক দল মঙ্গলবার সকাল ১০টার দিকে মৌলভীবাজার সদর থানা এলাকা থেকে মামলার ১ নম্বর আসামি সোহেল মিয়াকে গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণসহ মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে গ্রেফতারকৃত আসামিকে লালমনিরহাটের পাটগ্রাম থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।-সূত্র সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply