সুনামগঞ্জ প্রতিনিধি : ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড ও দ্রুত বিচার আইনে ধর্ষণ-নির্যাতনের বিচারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে পজিটিভ জেনারেশন অব সোসাইটি বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের ট্রাফিক পয়েন্টে এ কর্মসূচি পালিত হয়।
সংগঠনের জেলা সভাপতি আফজাল হোসেন মঞ্জুর সভাপতিত্বে ও সিলেট অঞ্চলের সমন্বয়ক ঝর্ণা চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক সাজ্জাদ আহমদ সোহাগ, স্বপন, রাব্বি, হাসান, মোশাহিদ ও মারুফা বেগম।
বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি দেশে ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতন উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে; কিন্তু ধর্ষক ও নির্যাতনকারীরা রাজনৈতিক দলের ছত্রছায়ায় পার পেয়ে যায়।
Leave a Reply