সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লায় দৈনিক সুনামকণ্ঠের উপজেলা প্রতিনিধি জয়ন্ত সেন দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন। তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জয়ন্ত সেন সাংবাদিকতার পাশপাশি হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের উপজেলা সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
মঙ্গলবার রাতে নিজ থেকে বাড়ি সুনামগঞ্জ আসার পথে নিয়ামতপুর ও জয়পুরের মাঝখানে তার মোটর সাইকেলের গতিরোধ করে দুর্বৃত্তরা হামলা চালায়। তার বাম হাত ভেঙ্গে গেছে। এছাড়াও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। এলাকার লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন।
কয়েকদিন পূর্বে এক শিশুকন্যা ও এক স্বামী পরিত্যক্তাকে ধর্ষণের খবর প্রকাশের জের ধরে জয়ন্ত সেনের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।
শাল্লা থানার ওসি আশরাফুল ইসলাম হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, হামলাকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply