সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিএনপি নেতা আবু
হেনা আজিজকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, যুক্তরাজ্য প্রবাসী ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজ স্ত্রী-সন্তানকে প্রবাসে রেখে দেশে একা বসবাসরত অবস্থায় সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর এলাকার এক নারীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন।
রবিবার সকালে এই নারী চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে সদর থানায় মামলা করেন। দুপুরে পৌর এলাকা থেকে আবু হেনা আজিজকে পুলিশ গ্রেফতার করে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো সহিদুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply