সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা ও শাল্লা উপজেলায় হাওরের ফসল রক্ষা বাঁধ ভেঙ্গে গেছে।
মঙ্গলবার বিকেল ৩টার দিকে ধর্মপাশা উপজেলার সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়নের চন্দ্র সোনারথাল হাওরে কংস নদের ডুবাইল বেরিবাঁধ ও বিকেল ৫টায় শাল্লা উপজেলার পাশে দাড়াইন নদীর পুটিয়া ও কৌইয়া হাওরের বাঁধ ভেঙে যায়। এতে ২০০ একর জমির কাঁচা বোরো ধান তলিয়ে গেছে।
পানি উন্নয়ন বোর্ডের ধর্মপাশা উপজেলা কর্মকর্তা মো ইমরান হোসেন ও শাল্লা উপজেলা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাঈয়ুম বাঁধ ভাঙ্গার বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply