সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা ও জামালগঞ্জ উপজেলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ২৫টি পরিবারে আর্থিক অনুদান দিয়েছেন।
শনিবার বিকেলে ধর্মপাশা উপজেলার নূরপুর গ্রাম ও জামালগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তিনি এই সহায়তা দেন।
এসময় তিনি প্রশাসনকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পূর্ণতালিকা তালিকা তৈরির নির্দেশ দেন।
পরির্দশনকালে তার সঙ্গে ছিলেন, ম্যাংগো গ্রুপের নির্বাহী পরিচালক মীর মাসুদ করিম ও ধর্মপাশা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক শাহ আব্দুল বারেক ছোটন।
Leave a Reply