সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী হতে মধ্যনগর থানার রামদিঘা পর্যন্ত ১৮ কিলোমিটার সাবমার্জিবল রাস্তার পাকাকরণ কাজ শুরু হয়েছে।
হাওর অঞ্চলে বন্যা ব্যবস্থাপনা ও জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা এলজিইডি ২০ কোটি ৪৯ লাখ টাকার এই উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে।
বুধবার দুপুরে এই পাকাকরণ কাজ উদ্বোধন করেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। এ সময় উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের সহকারী মহাপরিচালক আতিকুর রহমান, নির্বাহী প্রকৌশলী সাইদুর রহমান, উপ প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান, ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়দুর রহমান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ বিলকিস।
Leave a Reply