সুনামগঞ্জ প্রতিনিধি : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বাস করেন, হাওরবাসীকে অবহেলিত রেখে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব নয়। তাই হাওর এলাকার উন্নয়নে বঙ্গবন্ধু কন্যার সরকার যুগোপযোগী অনেক পরিকল্পনা গ্রহণ করেছে।
শনিবার বিকেলে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ধর্মপাশা-মধ্যনগর-মহেষখলা-টেকেরঘাট-লাউড়েরগড়-সুনামগঞ্জ সড়কের উবদাখালি নদীর উপর ৩২০ মিটার দীর্ঘ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এস কথা বলেন।
জেলা প্রশাসক আব্দুল আহদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হােসেন রতন, সংরক্ষিত আসনের সাংসদ শামীমা শাহারিয়ার, জ্যেষ্ঠ সচিব এস এম গোলাম ফারুক, প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ, ঢাকা রেঞ্জ পুলিশের ডিআইজি আব্দুল বাতেন ও পুলিশ সুপার বরকতুল্লাহ খান।
এর আগে মন্ত্রী ধর্মপাশা উপজেলার পাইকুরহাটি ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয়
সরকারের অধীনস্থ সংস্থা ও দফতরসমূহের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন।
Leave a Reply