সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে উপজেলার গোলকপুর বাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। সভাপতিত্ব করেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল জব্বার। সাধারণ সম্পাদক মো রফিকুল বারী চৌধুরী বাচ্চুর সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল করিম। বিশেষ বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস। বিশেষ অতিথি ছিলেন সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফখরুল ইসলাম চৌধুরী ও সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসরিন সুলতানা দিপা।
Leave a Reply